Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওটিটি প্ল্যাটফর্মে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ

সারাবাংলা ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২ ২০:২৫ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৪৭

‘বিকাশ এন্টারটেইনমেন্ট ফেস্টিভ্যাল’-এ জনপ্রিয় অ্যাপ ও ওটিটি (ওভার দ্যা টপ) প্ল্যাটফর্মগুলোতে বিকাশ পেমেন্টে নির্দিষ্ট প্যাকেজে পাওয়া যাচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশ পেমেন্ট দিয়ে অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গো, র‍্যাবিটহোল, রেডিও জি, সিনেম্যাটিক, ইরোস নাও, লিস্টএন, হাঙ্গামা প্লে, স্বাধীন মিউজিক ও সনি লিভ-এর নির্দিষ্ট প্যাকেজ সাবস্ক্রাইব করে গ্রাহকরা এই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিকাশ বলছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উপভোগ করা যাবে এই ক্যাশব্যাক সুবিধা। এই ফেস্টিভ্যালে একজন গ্রাহক একটি প্ল্যাটফর্মে একবারই এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এই অফারের আওতায় বঙ্গোতে ৫০ টাকা, র‍্যাবিটহোলে ৯৯ টাকা, রেডিও জি-তে ২০ টাকা, সিনেম্যাটিকে ৪৯ টাকা, ইরোস নাও-এ ৪৯ টাকা, লিস্টএন-এ ৪৯ টাকা, স্বাধীন মিউজিক-এ ২০ টাকা, হাঙ্গামা প্লেতে ৯৯ টাকার প্যাকেজের পেমেন্ট বিকাশ করলে ৫০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক। পাশাপাশি, সনি লিভে ৩৩৮ টাকার প্যাকেজের পেমেন্ট বিকাশ করে ৪০% ক্যাশব্যাক উপভোগ করার সুযোগও থাকছে।

বিকাশ বলছে, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশে পেমেন্ট দেওয়া একদমই সহজ। প্রথমে ওটিটি অ্যাপে পছন্দের প্যাকেজ নির্বাচন করতে হবে। পরের ধাপে বিকাশ পেমেন্ট গেটওয়েতে বিকাশ নম্বর, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও বিকাশ পিন দিয়ে সহজেই পেমেন্ট সম্পন্ন করা যাবে। সফলভাবে পেমেন্ট হলেই বিকাশ অ্যাকাউন্টে ক্যাশব্যাক পেয়ে যাবেন।

সারাবাংলা/টিআর

৫০% পর্যন্ত ক্যাশব্যাক ওটিটি প্ল্যাটফর্ম বিকাশ পেমেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর