Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২২ ২১:২২

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে মুক্তার হোসেন (৫৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার বিনোদপুর বাখরালী বাজার সংলগ্ন সীমান্ত এলাকা তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর বাবলাবোনা গ্রামের মৃত আলতামাস আলীর ছেলে।

পুলিশ ও ইউপি সদস্য বাদশাহ আলি জানান, চৌকা সীমান্ত এলাকার ১৭৭নং মেইন পিলারের ২ ও ৩ এস পিলারের মধ্যবর্তী স্থানে বৃহস্পতিবার সকালে একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, নিহত ব্যক্তি প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। বিনোদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও সদস্য বাদশাহ আলীর অনুরোধে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/একে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর