সংলাপে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কল্যাণ পার্টির আলোচনা
১৩ জানুয়ারি ২০২২ ২০:৩৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ২৩:৫২
ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে সংলাপে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে আলোচনা করে এসেছে কল্যাণ পার্টি।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসে।
সংলাপ থেকে কল্যাণ পার্টির মহসচিব আবদুল আউয়াল মামুন বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় নিয়ে এসেছি। রাষ্ট্রপতি আমাকে আশ্বস্ত করেছেন, সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি রিফিউজ হলে তারপর এ সংক্রান্ত আবেদন আমার কাছে এলে আমি আমার ক্ষমতা প্রয়োগ করতে পারব।’
কল্যাণ পার্টির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি আমাদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেছেন। আমরা আশাবাদী।’
আবদুল আউয়াল মামুন বলেন, ‘সার্চ কমিটির জন্য আমরা তিনজনের নাম দিয়েছি। তবে সেই নামগুলো এখনই প্রকাশ করতে চাই না। এ ছাড়া ইসি গঠন বিষয়ে একটি আইনের খসড়া আমরা রাষ্ট্রপতির কাছে দলের পক্ষ থেকে দিয়েছি। আমরা মনে করি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন করা দরকার এবং ইসি গঠনে আইন করার জন্য যথেষ্ট সময় হাতে রয়েছে।’
কল্যাণ পার্টি মনে অতীতে যে সার্চ কমিটি হয়েছে তা সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
কল্যাণ পার্টির মহাসচিব বলেন, ‘আমরা ২০ দলীয় জোটে আছি। তারপরও সংলাপে এসেছি। যুদ্ধের ময়দানে আলোচনা হতেই পারে। তবে যে যেভাবেই সিদ্ধান্ত নিক না কেন তা দেশের কল্যাণ যেন বয়ে আনে সে বিষয়টি আমাদের ভাবতে হবে।’
সারাবাংলা/এএইচএইচ/একে