Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারে ঢুকে তাণ্ডব, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২২ ২০:০৪

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে সাংবাদিক পরিচয়ে মদের বারে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জানুয়ারি) রাতে নগরীর ডবলমুরিং থানার শেখ মুজিব সড়কে ‘চট্টগ্রাম ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

গ্রেফতার দু’জন হলেন— কামরুল হাসান (৪৫) ও শফিউল আওয়াল শাউন (২৬)। এদের মধ্যে কামরুল নিজেকে ‘দৈনিক চৌকস’ এবং শাওন নিজেকে ‘উচ্চকণ্ঠ’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন বলে পুলিশ জানিয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রাম ইন্টারন্যাশনাল একটি সরকার অনুমোদিত লিকার শপ ও বার। কামরুল ও শাওন প্রায় প্রতিদিন সেখানে গিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে দাপট দেখিয়ে অনেকটা জোরপূর্বক মদের বোতল নিয়ে যায়। এমনকি ভয়ভীতি দেখিয়ে টাকাও নিয়ে যায়। গত (বুধবার) রাতে বারে ঢুকে মদ্যপ অবস্থায় কর্মকর্তা-কর্মচারিদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। টেবিল থেকে গ্লাস নিয়ে ছুড়ে মারে। তিনটি গ্লাস ভেঙে যায়। সেখানে কর্মরতরা থামাতে গেলে তাদের মারধর করে।’

এ নিয়ে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হলে খবর পেয়ে পুলিশ গিয়ে দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/একে

বার বারে ঢুকে তাণ্ডব মদের বার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর