উখিয়া সীমান্ত থেকে ১ বছরে দেড়শ কোটি টাকার ইয়াবা উদ্ধার: বিজিবি
১৩ জানুয়ারি ২০২২ ১৭:৩১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৯:২১
কক্সবাজার: কক্সবাজারের উখিয়া’র সীমান্তবর্তী এলাকা থেকে গত ১ বছরে ৫১ লাখ ৯০ হাজার ২৭ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন বিজিবির হিসাব বলছে, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় দেড়শ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ৩৪ বিজিবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেদেহি হোসাইন কবির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি ২০২২ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। উখিয়ার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসহ নিজের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে পাওয়া গেছে এসব ইয়াবা। এসব অভিযানে আটক হয়েছেন ২১৬ পাচারকারী।
সবশেষ অভিযানের কথা তুলে ধরে বিজিবি অধিনায়ক জানান, বৃহস্পতিবার ভোরে এক অভিযানে ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের অধীন পালংখালী বিওপি সীমান্তে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করেন। গোলাগুলির এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।
সংবাদ সম্মলেনে এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বলেন, সীমান্তে মাদক চোরাচালান ঠেকাতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার রেখেছে বিজিবি।
সারাবাংলা/টিআর