Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফসলের মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২২ ১৪:১৬

জান্নাতুন ফেরদৌস, ছবি: সারাবাংলা

নওগাঁ: জেলার ধামইরহাট উপজেলার বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলের মাঠ থেকে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ধামইরহাট থানা পুলিশ।

নিহত গৃহবধূর নাম জান্নাতুন ফেরদৌস (৩৮)। তিনি আলমপুর ইউপির সাবেক ইউপি সদস্য ও মঙ্গলীয়া গ্রামের ইফতেখার আশরাফের স্ত্রী।

পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যার কিছু আগে জান্নাতুন বাড়ি থেকে এক প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে বের হন। অনেক ক্ষণ পার হলেও বাড়িতে না আসায় ওই প্রতিবেশীর বাড়িতে তার খোঁজ করলে লোকজন জানান জান্নাতুন তাদের বাড়িতে আসেনি। এরপর বিভিন্ন জায়গায় তার খোঁজ করেন স্বজনেরা। আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে স্থানীয় ব্যক্তিরা বীরগ্রাম ও মঙ্গোলিয়া গ্রামের ফসলি মাঠে জান্নাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকবাসী।

ধামইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা বলেন, লাশের মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের মাধ্যমে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনএস

নওগাঁ নারীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর