Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আড়াই লাখ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২ ১৪:১০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৬:৪৪

ভারতে ২৪ ঘণ্টায় দুই লাখ ৪৭ হাজার ৪১৭ জনের মধ্যে নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালের মে মাসের পর এটাই এক দিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হারও এক দিনের ব্যবধানে সাড়ে ১১ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছেছে।

করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটে গতবছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয় ভারতকে। এর মধ্যে ৭ মে রেকর্ড চার লাখ ১৪ হাজার জনের করোনা শনাক্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি ৬০ লাখে পৌঁছেছে। এদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৪৮৮ জনের মধ্যে। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১ লাখ ১৭ হাজার ৫৩১ জন, যা মোট সংক্রমিতের ৩ দশমিক ০৮ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৮০ জনের মৃত্যু হওয়ায় মহামারিতে ভারতে মৃত্যুর মোট সংখ্যা চার লাখ ৮৫ হাজার ৩৫ জনে পৌঁছাল।

এদিকে, কেবল মহারাষ্ট্রে ৪৭ হাজার ৭২৩ জন এবং দিল্লিতে ২৭ হাজার ৫৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কেরালায় তিন মাসের মধ্যে প্রথমবার দেনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের ঘর অতিক্রম করেছে। তবে সেখানে আক্রান্তদের বেশিরভাগই ডেল্টার সংক্রমণের শিকার বলে জানিয়েছেন কেরালার স্বাস্থ্যমন্ত্রী।

সারাবাংলা/একেএম

করোনা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর