বগুড়া থেকে প্রকাশিত ৫ পত্রিকা বন্ধের আদেশ
১৩ জানুয়ারি ২০২২ ১১:০৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৪:১৪
বগুড়া: জেলার শহর থেকে প্রকাশিত ৫টি দৈনিক পত্রিকার প্রকাশনা তদন্ত সাপেক্ষে বন্ধের জন্য অনুরোধ ক্রমে আদেশ দিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর। এসব সংবাদমাধ্যম নিয়মিত মুদ্রণের কপি জমা না দেওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।
পত্রিকা গুলো হলো- দৈনিক বাংলাদেশ, দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক বাংলা বুলেটিন, দৈনিক সকালের আনন্দ ও দৈনিক মুক্তবার্তা। গতকাল বুধবার (১২ জানুয়ারি) বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে সালাহ্ উদ্দিন আহমেদ জানান, ৫টি পত্রিকার প্রকাশনা বাতিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর থেকে চিঠি এসেছে। ওই পত্রিকাগুলোর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রকাশনা বাতিল করতে জেলা প্রশাসককে অনুরোধ ক্রমে আদেশ দিয়েছেন।
এদিকে বগুড়া থেকে প্রকাশিত আরও অনেক পত্রিকা ‘লে অফ’ ছাড়াই বন্ধ রয়েছে। এ বিষয়ে সালাহ্ উদ্দিন আহমেদ জানান, বিষয়টি সম্পূর্ণভাবে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের আওতাধীন। অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান। তাদের পক্ষ থেকে কোন অনুরোধ না পাওয়া গেলে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে না।
সারাবাংলা/এনএস