Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিডনি বেচাকেনা চক্রের ৯ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২২ ১০:৪৮

কিডনি বেচাকেনার দালাল চক্র, ছবি: সারাবাংলা

জয়পুরহাট: জেলায় কিডনি বেচাকেনার দালাল চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকার অসহায় মানুষদের ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান গতকাল বুধবার (১২ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— জেলার কালাই উপজেলার ওলিপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে খাজা ময়েন উদ্দিন (৪৪), একই গ্রামের আবুজার রহমানের ছেলে আজাদুল (৩৭) বহুতি গ্রামের বরহান উদ্দিনের ছেলে ফরকান আলী (৪৫), পাইকপাড়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (৫৬), মৃত আছির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫০) পূর্বকৃষ্টপুর গ্রামের মৃত আবু বক্কর ফকিরের ছেলে বাবলু ফকির (৫২), দুধইল নয়াপাড়া গ্রামের আবাস আলী মণ্ডলের ছেলে সোবহান মণ্ডল (৫২) মুজাহিদুল মণ্ডল (৪০) এবং একই গ্রামের মৃত মোকলেছার রহমানের ছেলে সাজেদুল ফকির (৩৭) ।

এ বিষয়ে লে. কর্নেল জিয়াউর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত রয়েছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবদে স্বীকার করেন। কিডনি বেচাকেনা প্রতিরোধে দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লে. কর্নেল জিয়াউর রহমান।

সারাবাংলা/এনএস

কিডনি বেচাকেনা চক্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর