Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানোর প্রস্তুতি নিতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ২২:০৩

সিলেট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানোর প্রস্তুতি নিতে হবে। এখন আর প্রতীকী নয়, সত্যি সত্যি কাপনের কাপড় পরে গুলি খেতে হবে। রাজপথ রঞ্জিত করতে হবে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে সিলেটের টুকেরবাজার পয়েন্টে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘খালেদা জিয়া মুক্তির আন্দোলনে যদি আমার দেশের মানুষের গুলি আমার শরীরে লাগে তবে আমি গর্বিত শহিদ। জেলের তালা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া জনগণের ভাষা বুঝতে পেরে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। তিনি কেয়াটেকার সরকার দিয়েছিলেন এবং এর পরের নির্বাচনে পরাজিত হয়ে তিনি বিরোধীদলীয় নেত্রী হয়েছিলেন। একেই বলে গণতন্ত্র। তিনি চাইলে সেদিন আন্দোলন দমিয়ে ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ, তিনি গণতন্ত্রে বিশ্বাসী।’

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। প্রধান বক্তা ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ সিনিয়র নেতারা বক্তৃতা করেন।

সারাবাংলা/পিটিএম

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর