Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে প্রক্টর অফিসের সামনে কাওয়ালি আসর

ঢাবি করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ২০:২৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ০০:৩৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের হামলায় কাওয়ালি আসর পণ্ড হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে কাওয়ালি সংগীতের আসর বসিয়েছেন আয়োজকরা।

এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে কাওয়ালি আসরে ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ করেন আয়োজক কমিটির সদস্যরা। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে হামলার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিস্থিতি দেখে তিনি নিজের কার্যালয়ের দিকে দিকে চলে এলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা তার পিছু নেন।

পরে প্রক্টরের কার্যলয়ের সামনে অধ্যাপক গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, ‘হামলার ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।’

পরে অধ্যাপক গোলাম রব্বানী নিজ কার্যালয়ে প্রবেশ করলে কার্যালয়ের সামনেই কাওয়ালির আসর বসায় আয়োজকরা। এ সময় তারা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাওয়ালি সংগীতের আসর আয়োজনের ঘোষণা দেন।

আরও পড়ুন: ঢাবিতে প্রক্টর অফিসের সামনে কাওয়ালি আসর বসিয়েছেন আয়োজকরা

সারাবাংলা/আরআইআর/একে

কাওয়ালি সংগীত টপ নিউজ টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি