Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে কাওয়ালি আসরে ছাত্রলীগের হামলার অভিযোগ

ঢাবি করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ১৯:৪১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ২০:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি সংগীতের আসরে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক ও শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।

পূর্বঘোষিত সময় অনুযায়ী বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আসর শুরু হয়। তবে আধা ঘণ্টার বেশি আসরটি চলতে পারেনি বলে আয়োজকরা জানিয়েছেন।

আয়োজকরা অভিযোগ করেন, সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হল ইউনিট ও ঢাকা কলেজ ছাত্রলীগের কিছু কর্মী অনুষ্ঠানস্থলে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় মঞ্চ ভাঙচুর করা হয়। চেয়ার ছোঁড়াছুঁড়ি করে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত ছাত্রলীগের বক্তব্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্যও জানা সম্ভব হয়নি।

কাওয়ালি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কাওয়ালি ব্যান্ড ‘সিলসিলা’র লুৎফর রহমান ও খালিদ হাসান আবিদের কাওয়ালি সংগীত পরিবেশনের কথা ছিল। এছাড়া মুর্শিদি-ভাণ্ডারি ধারার সংগীত পরিবেশনের কথা ছিল শিল্পী শেখ ফাহিম ফয়সালের।

সারাবাংলা/আরআইআর/টিআর

কাওয়ালি অনুষ্ঠান ছাত্রলীগের হামলার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর