Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

“রফতানি নীতিতে ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে উদ্বুদ্ধ করা হয়েছে”

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ১৮:৩৭

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: রফতানি খাতের চাহিদা এবং বিশ্ব বাণিজ্য পরিস্থিতি ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে তিন বছর মেয়াদী ‘রফতানি নীতি ২০২১-২০২৪’র খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। নতুন রফতানি নীতিতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার কোটি ডলার বাড়িয়ে ৮ হাজার কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান রফতানি নীতিতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার কোটি ডলার।

বুধবার (১২ জানুয়িারি) ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র নতুন রফতানি নীতি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “নতুন রফতানি নীতিতে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে আরও উদ্বুদ্ধকরণের কথা বলা হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে রফতানি বাণিজ্য কীভাবে সম্প্রসারণ করা যায় এবং রফতানি আয় বাড়াতে তৈরি পোশাক শিল্পকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। রফতানিমুখী সব খাতকে একই ধরনের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে পণ্য ও সেবা খাতের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি বলেন, ‘নতুন রফতানি নীতি কার্যকর হলে দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে। প্রস্তাবিত রফতানি নীতি আটটি অধ্যায় থেকে বাড়িয়ে নয়টি অধ্যায় করা হয়েছে। এতে অগ্রাধিকারমূলক ও সম্ভাবনাময় কিছু পণ্য ও সেবা খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকৌশল প্রণয়নের কথা বলা হয়েছে খসড়ায়। অন্যান্যের মধ্যে নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রফতানিতে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বিনিয়োগ সহজীকরণের ওপর জোর দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘রফতানি পণ্য উৎপাদনে টেকসই উন্নয়ন নীতি-নির্ধারণে কৌশল প্রয়োজন। আইসিটি সার্ভিসেস এবং ফ্রিল্যান্সিং খাতসহ সেবা খাতে সুবিধা দেওয়া হচ্ছে। আমদানি নীতির আদেশের সঙ্গে সংশ্লিষ্ট খাতের ক্ষেত্রগুলোর সামঞ্জস্য বিধান রাখাটাও জরুরি। এছাড়া বিনিয়োগ সহজকরণের নির্দেশনা ও পণ্য সেবা বহুমুখীকরণের সুপারিশ করা হয়েছে।’

বর্তমানে অভ্যন্তরীণ মুদ্রা বাজারে ডলারের বিনিময় হার ঊর্ধ্বমুখীর বিষয়ে তিনি বলেন, ‘বাজারে দাম ওঠা-নামা করলেও ডলারের রেট খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। আমাদের কিছু ডিফারেন্স আছে, সেটি আমরা স্বীকার করি। আমাদের মূল্যস্ফীতিতে আমদানি মূল্যস্ফীতি বেশি গুরুত্বপূর্ণ। যখন আমরা বাইরে থেকে মালামাল কিনি, রেটের কারণে তার দাম বাড়ে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

অর্থমন্ত্রী মেইড ইন বাংলাদেশ রফতানি নীতি ২০২১-২০২৪