Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থলমাইন খুঁজে হিরোর তকমা পাওয়া ইঁদুর মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২২ ১৭:০৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৮:৫৩

মাটির নিচে লুকিয়ে থাকা ভয়ংকর স্থলমাইন খুঁজে বের করে হিরোর তকমা পাওয়া ইঁদুর মাগাওয়া মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আট বছর। মৃত্যুর আগে পাঁচ বছরের সফল ক্যারিয়ার শেষে অবসরে ছিল সে।

আফ্রিকান ইঁদুর মাগাওয়া তার কর্মজীবনে ১০০টির বেশি ল্যান্ডমাইন এবং অন্যান্য বিস্ফোরক খুঁজে পায়। উল্লেখ্য, কম্বোডিয়ায় স্থলমাইন ও মাটির নিচে ভয়ানক অস্ত্র খুঁজার কাজে প্রশিক্ষিত ইঁদুর ব্যবহার করা হয়ে থাকে। মাগাওয়া সেইসব প্রশিক্ষিত ইঁদুর দলেরই এক সদস্য।

বিজ্ঞাপন

এদিকে মাগাওয়ার মৃত্যুর ব্যাপারে তার প্রশিক্ষক প্রতিষ্ঠান অপোপো জানিয়েছে, মৃত্যুর আগে ইঁদুরটির স্বাস্থ্য ভালো ছিল। জীবনের শেষ কয়েকটি সপ্তাহের অধিকাংশ সময় সে খেলাধুলা করে পার করেছে। তবে মৃত্যুর কয়েকদিন আগে থেকে সে অনেকটাই শান্ত হয়ে পড়ে। খাবারের প্রতি আগ্রহও কমে যায়।

জীবনের ঝুঁকি নিয়ে পুরো ক্যারিয়ারে অবদান রাখার জন্য ২০২০ সালে তাকে সম্মানজনক পদক দেয় ব্রিটেনের প্রাণী-দাতব্য সংস্থা পিডিএসএ। এর আগে আরও ৩০টি প্রাণীকে এমন পদক দিয়েছিলো পিডিএসএ।

আফ্রিকার দেশ তানজিয়ায় মাগাওয়ার জন্ম। সেখানেই অপোপো নামক একটি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দেয় মাগাওয়াকে। বেলজিয়ামের প্রতিষ্ঠান অপোপো ১৯৯০ সাল থেকেই স্থলমাইন খুঁজার কাজে ইঁদুর প্রশিক্ষণ দিয়ে আসছে। ওই প্রতিষ্ঠানে এক বছর প্রশিক্ষণ নিয়ে কম্বোডিয়ায় নিযুক্ত হয় মাগাওয়া। সেখানেই এমন সাফল্য দেখায় ইঁদুরটি।

উল্লেখ্য, কম্বোডিয়ায় মাটির নিচে ৬০ লাখের বেশি স্থলমাইন পুঁতা রয়েছে বলে ধারণা করা হয়। দেশটিতে এখনও স্থলমাইন ও অবিস্ফোরিত বোমা খুঁজার কাজ চলছে। ইঁদুরের ওজন কম হওয়ায় স্থলমাইনের ওপর দিয়ে হেটে গেলেও তা বিস্ফোরিত হয় না। ১.২ কেজি ওজনের মাগাওয়া একটি টেনিস কোর্টের সমান এলাকা মাত্র ২০ মিনিটের মধ্যে খুঁজে ফেলতে পারে, যা মেটাল ডিটেক্টর দিয়ে খুঁজতে লাগে চার দিন।

বিজ্ঞাপন

স্থলমাইনে থাকা এক ধরনের রাসায়নিক উপাদানের গন্ধ পেলেই মাগওয়া মাটি খুঁড়তে থাকে ও মানুষ সহকর্মীরা স্থলমাইনের উপস্থিতি বুঝতে পারেন।

সারাবাংলা/আইই

ইঁদুর মাগাওয়া টপ নিউজ মাগাওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর