Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ট্রাক-বাস-পিকআপ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ১৫:০৭

নাটোর: তোকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে ট্রাক, বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ট্রাক ড্রাইভার আবু মুসা ও আসাদুল নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ জেলায় বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান, বুধবার ভোরে তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস ও রাজশাহী থেকে নাটোরের দিকে আসা একটি কাঠভর্তি ট্রাক ও একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আবু মুসার মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুলকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

ত্রিমুখী সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর