Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান তালেবানের শীর্ষ নেতা আফগানিস্তানে নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২২ ১২:২৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৩:৫৬

ছবি: আলজাজিরা

আফগানিস্তানের পূর্ব অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (পাকিস্তান তালেবান বা টিটিপি) একজন সিনিয়র নেতা নিহত হয়েছে। এ ঘটনার পর দেশটির সশস্ত্র গোষ্ঠী এবং সরকারের মধ্যে শান্তি আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। খবর আলজাজিরা।

নিহত নেতার নাম খালিদ বাল্টি, তিনি মুহাম্মদ খোরাসানির নামেও পরিচিত। খালিদ গোষ্ঠীর মুখপাত্র হিসাবে কাজ করতেন। দেশটির নানগারহার প্রদেশে তিনি নিহত হন। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) একটি নিরাপত্তা সূত্র আলজাজিরাকে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের ওই সরকারি কর্মকর্তা বলেন, ‘এটা পরিষ্কার যে নিহত ব্যক্তি খালিদ বাল্টি।’ পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে হত্যাকাণ্ডের সময়ও বিষয়টি নিশ্চিত করা হয়।

কোনো পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ড সংগঠিত হলো— তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সে তথ্য জানার চেষ্টা করছি।’

এদিকে পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খালিদ বাল্টি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে। তবে সূত্রটি সে তথ্য নিশ্চিত করতে পারেনি।

পাকিস্তানের তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, খালিদ বাল্টি নিহত হওয়ার ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তবে এটি মনে রাখা উচিত যে, মুফতি খালিদ বাল্টি বর্তমানে (পাকিস্তান তালেবান) কোনো দায়িত্বে ছিলেন না।

খালিদ বাল্টির অপর নাম মুহাম্মাদ খোরাসানি। পাকিস্তান তালেবান মুখপাত্র হিসেবে ওই নামে পরিচিত তিনি। তবে দলটির বর্তমান মুখপাত্র জীবিত এবং ভাল রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান তালেবান।

বিজ্ঞাপন

খালিদ বাল্টির বয়স হয়েছিল ৪০ বছর। তিনি গিলগিট-বালতিস্তানের উত্তর পাকিস্তানি অঞ্চল থেকে এসেছেন। ২০১৪ সালে শেখ মকবুলের কাছ থেকে পাকিস্তান তালেবানের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি।

সারাবাংলা/এনএস

আফগানিস্তান খালিদ বাল্টি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) মুহাম্মদ খোরাসানি