আড়াইহাজারে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ নারী শ্রমিক নিহত
১২ জানুয়ারি ২০২২ ০৯:৩১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৩:১৬
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বালুবাহী ড্রাম ট্রাক ও শ্রমিকবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত সাতজন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলা শ্রনীনিবাসদী গ্রামের হাজেরা ও খাসেরকান্দি গ্রামের নাসিমা। তারা উজান গোপিন্দী স্পেনিং মিলের শ্রমিক। আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, রাতে কারখানার লেগুনা দিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। আহতদের উদ্ধার করে ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। আহত হন সাতজন।
সারাবাংলা/এএম