Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝোঁপের পাশে মিলল নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ২১:৩২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ২৩:২৯

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেল স্টেশনের অদূরে একটি নলখাগড়ার ঝোঁপের পাশ থেকে এক নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে পথচারীরা ঝোঁপের পাশে ওই কন্যাশিশুর ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ছুটে আসে। দুপুর পর্যন্ত পুলিশ না আসায় সেটি পাশের একটি জমিতে দাফন করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, জন্মের পরপরই কেউ রাতের আঁধারে কন্যাশিশুটিকে সেখানে ফেলে চলে গেছে। রাতে শিয়াল-কুকুর শিশুটির মরদেহের কিছু অংশ ক্ষতবিক্ষত করেছে। তবে দুপুর পর্যন্ত সেখানে পুলিশ উপস্থিত না হলে স্থানীয়রা শিয়াল-কুকুরে খাওয়া হতভাগ্য কন্যাশিশুটির মরদেহ পাশের জমিতে দাফন করেন।

এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ‘জায়গাটি রেলওয়ের। তাই রেল পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।’ তবে এ বিষয়ে রেলওয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/টিআর

ঝোঁপের পাশে মরদেহ নবজাতকের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর