Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো ষড়যন্ত্র নৌকার বিজয় ঠেকাতে পারবে না: পাপ্পা গাজী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ২১:৪৮

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর‌পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি নারায়ণগঞ্জবাসী‌কে ভালোবাসেন। কোনো ষড়যন্ত্র নৌকার বিজয় ঠেকাতে পারবে না। আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে মাঠে আছি, ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সিটি কর‌পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ম‌নো‌নিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে ৪ নম্বর ওয়ার্ডে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ শেষে পথসভায় তি‌নি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কাকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মূর্তজা পাপ্পা আরও বলেন, প্রার্থী মনোনয়ন দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে আগামী ১৬ জানুয়ারি নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সিদ্ধিরগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা ভুল করবেন না। নৌকা উন্নয়নের প্রতীক। সেলিনা হায়াৎ আইভীকে আপনারা নৌকায় ভোট দেবেন। তিনি আপনাদের এলাকার উন্নয়ন করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আইভীকে খুব স্নেহ করেন। তিনি জিতলে সকল অসমাপ্ত কাজ সমাপ্ত হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গাজী গোলাম মূর্তজা পাপ্পা বলেন, আমরা প্রত্যেক ভোটারদের কাছে যাচ্ছি। যেসব ভোটারদের কাছে যাওয়া হয়নি তাদের কাছে অবশ্যই আমরা যাব। নারায়ণগঞ্জ সিটি কর‌পো‌রেশ‌ন নির্বাচনে মেয়র পদে ডা. সে‌লিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীকে ধন্য করেছেন। তাকে ভোট দিতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তিকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট দিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে হ‌বে।

বিজ্ঞাপন

এ সময় আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভো‌কেট আনিছুর রহমান দীপু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছালাম, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপ‌জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, উপ‌জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসু‌ম, তারা‌বো পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, মাহাবুবুর রহমান জাকা‌রিয়া, বি.এম আতিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইই

গাজী গোলাম মূর্তজা পাপ্পা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর