রাষ্ট্রপতির কাছে ৫ দফা দাবি পেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র
১১ জানুয়ারি ২০২২ ২০:১৭ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ০১:০৮
ঢাকা: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পাঁচ দফা দাবি পেশ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে চলমান সংলাপের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে এই দাবি জানায় দলটি।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে রাষ্ট্রপতির সরকারি বাসা বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিদল ওই বৈঠকে অংশ নেয়।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়ে দলটির নেতারা জানান, সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করে ইসি গঠন না করা গেলেও একটি অধ্যাদেশ জারি করে তা গঠন করা যেতে পারে। রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করেন যে, দাবিগুলো বিবেচনার জন্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।
দাবিগুলো হলো-
১. সংবিধান অনুযায়ী স্বচ্ছ ও জবাবদিহিমূলক শক্তিশালী ও স্বাধীন ইসি গঠন।
২. নির্বাচনের সকল কর্মকাণ্ডকে সরকারের সম্পূর্ণ প্রভাবমুক্ত ও নির্বাহী বিভাগের আওতামুক্ত রাখা।
৩. কমিশনের কাজের সুবিধার্থে প্রয়োজন মতো সামরিক-আধা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকবে।
৪. নির্বাচন কমিশনের সব পরামর্শ রেডিও-টেলিভিশনসহ সব সংবাদমাধ্যম প্রচারে বাধ্য থাকা।
৫. এ সংক্রান্ত একটি আইনের চূড়ান্ত খসড়া প্রণয়ন করে তা অধ্যাদেশ আকারে জারি করে বলবৎ রাখা এবং পরে তা জাতীয় সংসদে অনুমোদন করা।
এ বিষয়ে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্বেদী বলেন, ‘অতীতে রাতের আঁধারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীতে যেন এমনটা না হয়। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে যেন জনগণ ভোট দিতে যায় তা নিশ্চিত করতে হবে।’
সারাবাংলা/এনএস