Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী কাউন্সিলরদের চারিত্রিক সনদ প্রত্যয়নে মানা, হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৯:৪৯

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত নারী কাউন্সিলররা সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান করতে পারবেন না— এমন বিধান চ্যালেঞ্জ করে তিন নারী কাউন্সিলর হাইকোর্টে রিট দায়ের করেছেন।

আবেদনকারীরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নাসরিন রশিদ পুতুল, খালেদা আলম এবং সাহিদা বেগম।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের তিন কাউন্সিলরের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব, এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং সচিবকে বিবাদী করা হয়েছে। রিট দায়েরের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে, গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিবের সই করা এক দাফতরিক আদেশ বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান করার দায়িত্ব সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণের দায়িত্ব, কার্যাবলী ও সুযোগ সুবিধা) বিধিমালা-২০১২ অনুচ্ছেদ নম্বর ৩(৩) অনুসারে সাধারণ কাউন্সিলরদের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরদের দেওয়ার আইনগত/বিধিগত সুযোগ নেই।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘সংবিধান অনুসারে সবাই সমান অধিকার। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সনদ না দিতে আদেশ জারি করে সিটি করপোরেশন। তাই বিধিমালার ৩(৩) এবং সিটি করপোরেশনের দাফতরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।’

আবেদনে সিটি করপোরেশনের দাফতরিক আদেশের বিধিমালার ৩(৩) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ২৮ নভেম্বর সিটি করপোরেশনের দাফতরিক আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জনতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

নারী কাউন্সিলর হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর