Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৮:৫৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ০০:৫৫

দীর্ঘদিন পুর চালু হলো চবির শাটল ট্রেন, ছবি: সারাবাংলা

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণ ও এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব এড়াতে সরকারি বিধিনিষেধ অনুযায়ী ট্রেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে ট্রেনযাত্রায় শারীরিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় থেকে উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁনের সই করা এক আদেশে এ সংক্রান্ত নির্দেশনার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী শনিবার (১৫ জানুয়ারি) থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য আন্তঃনগর ট্রেনে বিদ্যমান আসনের অর্ধেক টিকিট ইস্যু করতে হবে। এই অর্ধেক আসনের মধ্যে আবার অর্ধেক (মোট টিকিটের ২৫ শতাংশ) কাউন্টারে এবং বাকি অর্ধেক (মোট টিকিটের ২৫ শতাংশ) মোবাইল অ্যাপ বা অনলাইনের মাধ্যমে ইস্যু করা হবে।

আরও পড়ুন- বৃহস্পতিবার থেকে কার্যকর ১১ দফা বিধিনিষেধ

আদেশে বলা হয়েছে, আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এর আগে রেলপথ মন্ত্রণালয় অনুমোদিত ইমার্জেন্সি কোটা ও আন্তঃনগর ট্রেন ম্যানুয়াল অনুযায়ী পাস কোটা ছাড়া আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রিতে সব ধরনের কোটা বন্ধ থাকবে।

আদেশে আরও বলা হয়েছে, কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা দিতে হবে এবং রাতে বেডিং সরবরাহ করতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- মাস্ক না পরলে জরিমানাসহ ১১ দফা বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি

এর আগে, করোনা সংক্রমণ ও ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব মোকাবিলায় সোমবার (১০ জানুয়ারি) ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিধিনিষেধে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

সারাবাংলা/জেআর/এসবি/টিআর

অর্ধেক যাত্রী গণপরিবহন টপ নিউজ ট্রেন চলাচল বাংলাদেশ রেলওয়ে

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর