Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমিক্রনের ভ্যাকসিন মার্চে বাজারে আনবে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২২ ১৭:৩৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৭:৪১

ফাইজারের প্রধান নির্বাহী ড. অ্যালবার্ট বুরলা |

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধী ভ্যাকসিন তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার। চলতি বছরের মার্চ নাগাদ এ ভ্যাকসিন সর্বসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হবে। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. অ্যালবার্ট বুরলা সিএনবিসি’কে এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকারে তিনি জানান, বিভিন্ন দেশের সরকারের উৎসাহে ইতিমধ্যে ওমিক্রনের জন্য ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘মার্চেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব। তবে এটি আমাদের প্রয়োজন হবে কি না জানি না। এটি কিভাবে ব্যবহার করা হবে সে ব্যাপারেও আমার কিছু জানা নেই।’

বিজ্ঞাপন

করোনাভাইরাস ভ্যাকসিনের চতুর্থ ডোজের কোনো প্রয়োজন আছে কি না সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন বুরলা। তিনি জানান, চতুর্থ ডোজের প্রয়োজনীয়তা আছে কি না তা জানতে গবেষণা করবে ফাইজার।

তিনি জানান, ওমিক্রনে আক্রান্ত গুরুতর অসুস্থ লোকদের সুরক্ষায় দুই ধরনের ভ্যাকসিনের বুস্টার ডোজসহ ‘পর্যাপ্ত’ মজুত তাদের হাতে রয়েছে।

এদিকে ওপর ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন বানচলে সিএনবিসি’কে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে বলেছেন, তার কোম্পানি ওমিক্রনসহ নতুন ভ্যারিয়েন্টগুলো মোকাবিলায় বুস্টার ডোজ তৈরির কাজ করছে।

সারাবাংলা/আইই

ওমিক্রন করোনাভাইরাস টপ নিউজ ফাইজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর