Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় কৃষকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৭:১৭

সাতক্ষীরা: তালা উপজেলার পাটকেলঘাটা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে খলিশাখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ির রাস্তার পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত কৃষকের নাম আরিজুল মোড়ল (৫২)। তিনি কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে।

নিহতের ভাতিজা রিপন মোড়ল জানান, প্রতিবেশী পঙ্কজ শেখ, রবিন শেখ ও বাকের শেখের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের ৭২ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। জমি সংক্রান্ত এই বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে আমরা কৃষক আরিজুল মোড়লের মরদেহ উদ্ধার করেছি। তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি মাথায় ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে থেতলানোর চিহ্নও পাওয়া গেছে।

ওসি আরও জানান, ঘটনাটি একটি হত্যা বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য আরিজুল মোড়লের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সারাবাংলা/এসএসএ

কৃষকের মরদেহ উদ্ধার সাতক্ষীরা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর