Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সকল রেললাইন ব্রডগেজে রূপান্তর হবে: রেলমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৭:০৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৭:০৯

ঢাকা: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, দেশের সকল মিটারগেজ ও ব্রডগেজ লাইনকে একমুখী ব্যবস্থা করে ব্রডগেজে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল খাতের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়ে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। বর্তমানে রেলওয়ের উন্নয়নে বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলভবনে অনুষ্ঠিত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে শপিং মল এবং হোটেল ও গেস্ট হাউজ নির্মাণে চুক্তি সই অনুষ্ঠানে এসকল তথ্য জানান রেলপথ মন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটি দেশের উন্নয়নের স্বার্থে রেলওয়ের উন্নয়ন প্রয়োজন। যে দেশ যত উন্নত, তার রেল যোগাযোগ ব্যবস্থা তত উন্নত।

রেল খাতের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমাদের গুরুত্বপূর্ণ প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, যমুনা নদীর উপর দ্বিতীয় বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প। ঢাকা-চট্টগ্রাম রেললাইন পর্যায়ক্রমে ডুয়েলগেজে রূপান্তর করা হবে।

এর আগে সরকারি -বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে (পিপিপি) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে শপিং মলসহ হোটেল কাম গেস্ট হাউজ নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ে এবং বেসরকারি অংশীদার এপিক প্রপার্টিজ লিমিটেডের মধ্যে এক চুক্তি সই অনুষ্ঠিত হয়। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে ফোকাল পার্সন মো. আহসান জাবির। অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) এবং এপিক প্রপার্টিজ লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন সই করেন।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রী বলেন, উন্নত দেশের স্টেশনগুলোর পাশে শপিংমল করা হয়। আমাদের দেশের রেল ব্যবস্থাকেও একইভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেশনগুলোর পাশে আমাদের অনেক জমি আছে। শপিং মল করে সেখান থেকে অর্জিত আয় দিয়ে আমরা একসময় রেলওয়েকে স্বয়ংসম্পূর্ণ অবস্থা ও লাভজনক করতে পারব বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, সরকারের বর্তমান নীতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রমের ৩০ শতাংশ পিপিপি অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আমাদের ১২টি প্রকল্পের মধ্যে ইতোমধ্যেই দুটির চুক্তি সই করা হলো।

উল্লেখ্য, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন রোড সংলগ্ন জায়গায় ডিজাইন বিল্ড ফাইন্যান্স অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে প্রায় ১৫ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মাণের লক্ষ্যে চুক্তি সই অনুষ্ঠিত হলো। এখানে হোটেল,শপিং মল, অফিস, সিনেপ্লেক্স, কনভেনশন সেন্টার, পারিবারিক বিনোদন কেন্দ্র এবং অ্যাপার্টমেন্ট থাকবে । এটির সম্ভাব্য ব্যয় ৪৫ কোটি টাকা। নির্মাণকালসহ ৪০ বছর পরে স্থাপনাটি রেলওয়ের শতভাগ মালিকানায় পরিচালিত হবে। প্রকল্পের সকল ব্যয় বেসরকারি অংশীদার বহন করবে।

এ চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর।

সারাবাংলা/জেআর/এসএসএ

টপ নিউজ রেলপথ মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর