Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ৭ হাজর পয়েন্টে ডিএসই‘র প্রধান সূচক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৬:৫০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:১১

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আবারও সাত হাজার পয়েন্টে উন্নীত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দিনশেষে ডিএসই এক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে সাত হাজার ৪৯ পয়েন্টে উঠে আসে। এটি গত ৭ ডিসেম্বরের সর্বোচ্চ। এদিন সুচকের পাশাপাশি বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেনও। সেইসঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পনির শেয়ারের দাম।

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের ৪৩ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৮৫৬টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৯টির, কমেছে ১৪৬টির এবং ৪৩টি শেয়ার ও ইউনিট দাম অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৯ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৫ পয়েন্টে এবং ডিএসই-৩০সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬২৬ পয়েন্টে উন্নীত হয়। দিন শেষে ডিএসইতে ১ হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট বেচাকেনা হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে, এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১০টি কোম্পানির ১ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ১২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৪৬ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯০ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ ডিএসই প্রধান সূচক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর