তারা ২ জনই করোনা পজিটিভ
১১ জানুয়ারি ২০২২ ১৫:৩৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৭:৩৩
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) রাহাত আর বেগম এবং মঙ্গলবার (১১ জানুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তবে তারা দু’জনেই সুস্থ আছেন এবং উত্তরার বাসাতে অবস্থান করছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে সারাবাংলাকে এসব তথ্য জানান।
বিকেল সাড়ে ৪টার দিকে শায়রুল কবির খান সরাবাংলাকে বলেন, ‘উনারা (মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম) দু’জনই করোনা আক্রান্ত। তবে তারা সুস্থ আছেন এবং উত্তরার বাসায় অবস্থান করছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
এর আগে, একই দিন দুপুরে সারাবাংলাকে তিনি বলেন, ‘ভাবির (মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম) টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। মহাসচিবে টেস্ট রিপোর্ট এখনো আসেনি। উনার রিপোর্ট আসার পর জানা যাবে।’
এদিকে দলের মহাসচিব এবং তার স্ত্রীর করোনা পজিটিভ হওয়ায় লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ-খবর রাখছেন বলে জানান শায়রুল কবির খান।
সারাবাংলা/এজেড/পিটিএম