Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসির ফল ফেব্রুয়ারিতে

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ১৩:২৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৫:৩০

ঢাকা: ৩০ ডিসেম্বর শেষ হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারিতে প্রকাশ হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই ফল প্রকাশ করতে ইতোমধ্যেই বৈঠকে বসেছেন দেশের সব শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা।

মঙ্গলবারের (১১ জানুয়ারি) এই বৈঠকেই নির্ধারিত হবে ফল প্রকাশের তারিখ।

করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার সব বিষয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে এবারের পরীক্ষা হয়েছে। ২ ডিসেম্বর, যেদিন থেকে এই পরীক্ষা শুরু হয় সেদিনই শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে ফল ৩০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশের কথা থাকলেও সেটি এখন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হওয়ারই সম্ভাবনা বেশি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যেই ফল তৈরির জন্য খাতা দেখা শুরু করে দিয়েছি। বলতে গেলে খাতা যাচাই করার কাজটি পুরোদমে চলছে।’

তিনি আরও বলেন, ‘ফল প্রকাশের জন্য নীতিমালা করতে আজ দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠক করছেন। এখানে একটি সিদ্ধান্ত আসবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ফল হওয়ার সম্ভাবনা সবচে বেশি।’

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদও ফেব্রুয়ারির কথা বলছেন। তিনি বলেন, ‘আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে। সেই লক্ষ্যে কাজ চলছে।’

উল্লেখ্য, এবার ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষা দিয়েছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন শিক্ষার্থী। আর মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দিয়েছে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন সমমান পরীক্ষায় অংশ নেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এমও

এইচএসসি এইচএসসি’র ফল ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর