Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের মামলার ভয়ে পুরুষশূন্য গ্রাম পাহারা দিচ্ছেন নারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ০৯:৫২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৪:১৫

সুনামগঞ্জ: গত তিন ধরে মাহবুবুর রহমান (২) নামে শিশুটি জ্বরে আক্রান্ত, শিশুটিকে কোলে নিয়ে কেঁদেই চলেছেন মা আলফা বেগম। অথচ পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা বেঁচে থেকেও পরিবারের পাশে দাঁড়াতে পারছেন না। নির্বাচনী সহিংসতার কোনো ঘটনায় জড়িত না থেকেও পুলিশের মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৫নং ভিমখালী ইউনিয়নের ছেলাইয়া গ্রামের আমির হোসেন স্ত্রী আলফা বেগম এসব কথা জানান। শুধু আলফা বেগমের পরিবার নয় পুলিশের আতংকে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, গত (৫ জানুয়ারি) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় জামালগঞ্জ উপজেলার ৫নং ভিমখালী ইউনিয়নের মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনার সময় দুই ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল মিয়া (ফুটবল) ও বাবুল মিয়া (মোরগ) প্রতীকের সর্মথকরা ভোট কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একপর্যায়ে ব্যালট বাক্স জামালগঞ্জ উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়ার সময় বাবুল মিয়ার সর্মথকরা পুলিশের উপর হামলা চালায়। এতে ৫ জন পুলিশ ও ৪ জন আনসার সদস্য আহত হন।

পরে আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার সর্মথকরা সেখানে গিয়েও হামলা চালালে পুলিশ তাৎক্ষণিক ১০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করে এবং ২০ জনকে এজাহার ভুক্ত ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে।

মামলার পর থেকে পুলিশি আতঙ্কে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালপুর বাজারের ও ২ নম্বর ওয়ার্ডের কারেন্টের বাজারের সব দোকানপাট বন্ধ রয়েছে। এই দুই গ্রামীণ বাজারের প্রায় ৫ শতাধিক দোকানপাট বন্ধ থাকায় এলাকার ৮ গ্রামের মানুষের আসা-যাওয়া ও বেচাকেনাও বন্ধ। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকায় মুহাম্মদপুর, ছেলাইয়া ও মানিগাঁও গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। ২ নম্বর ওয়ার্ডের কারেন্টের বাজার এলাকায় ফেকুল মুহাম্মদপুর, চান্দেরনগর, তেরানগর, রাজাপুর গ্রামের মানুষও পুলিশি আতঙ্কে আছেন।

বিজ্ঞাপন

সরজমিনে দেখা যায়, ভিমখালী ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডে নির্বাচনের সহিংসতার পর থেকে পুলিশের ভয়ে গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বাজার নিত্য প্রয়োজনীয় সব ধরনের দোকানপাট। ফলে নারীরা রাতে না ঘুমিয়ে পাহারা দিচ্ছেন গ্রাম।

মুহাম্মদপুর গ্রামের বাসিন্দা জুবায়ের হোসেন সুমন সারাবাংলাকে বলেন, ‘গত ৫ জানুয়ারি ভিমখালী ইউনিয়নে নির্বাচনের পর থেকে আমরা বাড়িতে যেতে পারি না পুলিশের ভয়ে। আমরা চাই যারা ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করে পুলিশ গ্রেফতার করুক।’

আরেক বাসিন্দা আফিয়া বেগম বলেন, ‘ঘরে রান্না করার মতো কিছু নেই, আমার স্বামীও পলাতক। সেই জন্য নিজেই বাজার করতে আসছি। কিন্তু বাজারে এসে একটা দোকানও খোলা পাইনি।’

ছেলাইয়া গ্রামের বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘আজকে তিনদিন হয় স্বামী বাড়িতে নাই, ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে আছি। একবেলা খেলে দুই বেলা না খেয়ে তাকতে হচ্ছে আমরা এই কষ্ট থেকে মুক্তি চাই।’

লালপুর বাজারের দোকানদার তহিদুল ইসলাম বাচ্চু বলেন, ‘দোষ না করেও আজ চোরের মতো পালিয়ে বাচঁতে হচ্ছে। আমার মা খুব অসুস্থ। আমরা পুলিশ-প্রশাসনের কাছে অনুরোধ জানাই আমাদের মত নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করুন। আমাদের শান্তিতে বাচঁতে দিন।’

ছেলাইয়া গ্রামের বাসিন্দা সামিয়া বেগম বলেন, ‘এখন গ্রামের মানুষ পুলিশের ভয়ে পলাতক আছে। বাড়ি-ঘরে পুরুষ নেই, চুরি-ডাকাতিরও ভয় আছে। সেই জন্য সারা রাত না ঘুমিয়ে গরু, ছাগল পাহারা দেই।’

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুস নাসের বলেন, ‘পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। মামলায় ২০ জন এজাহারভুক্ত ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে গ্রামের মানুষ পুলিশের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলছে তা সঠিক নয়। আমরা কারও উপর নির্যাতন করিনি।’

তিনি আরও বলেন, ‘সিসি ক্যামোরার ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করা হবে। এতে সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি গ্রামের অনেক মানুষকে বলেছি নিশ্চিন্তে দোকান খুলতে, কিন্তু তারা ভয়ে দোকান খুলছে না। আমি গ্রামের মানুষদের সঙ্গে একটি সভা করে তাদের ভয় দূর করব।’

সারাবাংলা/এমও

পুরুষশূন্য গ্রাম পুলিশের মামলা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর