Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পে ‘করুণ দশা’

জোসনা জামান, স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২২ ০৮:৪০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ০৯:১৯

ঢাকা: আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বিরাজ করছে করুণ দশা। মেয়াদ শেষ হলেও ব্যয় হয়েছে মাত্র ৩৪ কোটি ১৬ লাখ টাকা। বাস্তবায়ন অগ্রগতি দাঁড়িয়েছে ২৮.২১ শতাংশ। এ অবস্থায় প্রকল্পের ব্যয় ও এক বছর মেয়াদ বাড়ানো হচ্ছে। এজন্য ১৬টি আঞ্চলিক অফিস নির্মাণ (সংশোধিত ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ ও ৪টি পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ) প্রথম সংশোধীত শীর্ষক একটি সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল ৮৭ কোটি টাকা। সেখান থেকে ৪১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার টাকা।

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণকে নিকটতম সুবিধাজনক স্থান থেকে উন্নতমানের পাসপোর্ট সেবা দেওয়া। প্রস্তাবিত ১৬টি ও গাজীপুরসহ মোট ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ এবং সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর ৪টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে সর্বমোট ২১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ মেশিন রিডেবল পাসপোর্ট সেবা দেওয়া হবে।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশীদ সারাবাংলাকে বলেন, ‘রেট সিডিউল পরিবর্তন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ তিনগুণ মূল্য পরিশোধ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এবং যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ, চট্টগ্রামের মূল ভবনের পশ্চিম প্রবেশ পথে একটি ক্যাপসুল লিফট স্থাপনের কাজ এবং জমি অধিগ্রহণে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে পূর্ত কাজ শুরু করা হয়নি। কিছু বিষয়ের ব্যয় হ্রাস-বৃদ্ধির কারণেও দেরি হয়েছে। এজন্য এখন মূল প্রকল্পটির প্রথম সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে পাসপোর্ট সেবা প্রত্যাশীদের নিরাপদ স্থান থেকে দ্রুততর সময়েও সুষ্ঠুভাবে সেবা পৌঁছানো সহজ হবে। তাই প্রকল্পটি অনুমোদনযোগ্য।’

পরিকল্পনা মিশনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সারাবাংলাকে জানান, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর গত বছরের ৭ জুন অনুষ্ঠিত হয় পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভা। ওই সভায় দেওয়া সুপারিশগুলো প্রতিপালন করায় প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। অনুমোদন পেলে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং গণপূর্ত অধিদফতর।

বিজ্ঞাপন

প্রকল্প সংশোধনের কারণ হিসাবে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ দ্বিগুণ মূল্যের পরিবর্তে তিন গুণ মূল্য নির্ধারিত হওয়ায় জমি অধিগ্রহণ ব্যয় ৭ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

আগের ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই প্রকল্পভুক্ত স্থান নিয়ে মামলা থাকায় নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি তাই পিএসসি সভার সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসটি ১৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প থেকে বাদ দিয়ে ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সংখ্যা ১৬টি থেকে বৃদ্ধি পেয়ে মোট ১৭টি হওয়ায় প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে।

বিভাগীয় পাসপোর্ট অফিস, চট্টগ্রামের চাহিদার জন্য চট্টগ্রাম বিভাগের আওতাধীন সব জেলায় কর্মরত বিদেশী পেশাজীবী ও ছাত্রছাত্রীর ভিসা নবায়ন সংক্রান্ত সেবা দেওয়া এবং অসুস্থ বয়স্ক সেবাপ্রার্থী জনগণের পাসপোর্ট সংক্রান্ত সেবা দেওয়ার জন্য মূল ভবনের পশ্চিম প্রবেশ পথে একটি ক্যাপসুল লিফট স্থাপনের ব্যয় অন্তর্ভুক্তি, পিএসসি সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, কক্সবাজর এবং যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ প্রকল্পে অর্ন্তভূক্ত করা হয়েছে। ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে।

এছাড়াও অনুমোদিত ডিপিপিতে পূর্ত ব্যয় সিডিউল অব রেট ২০১৪ অনুযায়ী প্রাক্কলন করা হয়েছিল। কিন্তু জমি অধিগ্রহণে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে পূর্তকাজ শুরু করা হয়নি। এরমধ্যে সিডিউল অব রেট ২০১৮ জারী হয়েছে। ফলে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই বিষয়গুলো প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় আলোচনা করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হয়েছে। নতুন পুনর্গঠিত আরডিপিপি (প্রথম সংশোধিত) মূল্য ১২৮ কোটি ৩৯ লাখ টাকা যা আগের অনুমোদিত ডিপিপি মূল্য হতে ৪১ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা বেশি বৃদ্ধি পেয়েছে।

সারাবাংলা/জেজে/এমও

আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিকল্পনা কমিশন পাসপোর্ট অফিস

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর