নরসিংদীতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
১০ জানুয়ারি ২০২২ ২১:২০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ০০:১১
নরসিংদীতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে চিকিৎসাসেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এই হেলথ ক্যাম্পে ৩ হাজার ৫৬৭ জনকে বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা দেওয়া হয়।
সোমবার (১০ জানুয়ারি) যমুনা ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে নরসিংদীর বালুসাইর উচ্চ বিদ্যালয়ে এই হেলথ ক্যাম্প পরিচালনা করা হয়।
যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা. এনামুল হক শাহীন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলথ ক্যাম্পে ৩ হাজার ৫৬৭ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ৪১৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
সারাবাংলা/টিআর