Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিভাগে ইউপি নির্বাচন ভালো হয়েছে: মাহবুব তালুকদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ২২:৩৪

সিরাজগঞ্জ: নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দেশের অন্য বিভাগের তুলনায় রাজশাহী বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জে নির্বাচন ভালো হয়েছে। এখানে হতাহতের তেমন অভিযোগ পাওয়া যায়নি।

সোমবার (১০ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘আমরা চাই দেশের প্রত্যেকটি ভোটার তাদের ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এ লক্ষে আমি প্রথম থেকে কাজ করছি। আমি নির্বাচন কমিশনের নিয়মের বাইরে কোনো কাজ করি না। কোথাও কোনো অভিযোগ থাকলে তা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এসময় রাজশাহী অঞ্চলের নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

মাহবুব তালুকদার রাজশাহী বিভাগ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর