Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভ. ল্যাবের শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ওলসা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ২৩:২৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ২৩:৫১

ঢাকা: স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সাবেক শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়ে সম্মাননা জানাবে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশন (ওলসা)। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বিজ্ঞাপন

গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের যাত্রা শুরু ১৯৬১ সালের ৩ সেপ্টেম্বর। স্কুলটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষণরত শিক্ষার্থীদের প্র্যকটিস টিচিংয়ের সুযোগ করে দেওয়া। ‘ল্যাবরেটরি স্কুল’ নামকরণও সেই উদ্দেশ্যেই। ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের তৎকালীন অধ্যক্ষ মুহম্মদ ওসমান গণির একান্ত প্রচেষ্টায় স্কুলটি স্থাপিত হয়েছিল। প্রতিষ্ঠার পর প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষককে নিয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের ক্লাস শুরু হয়।

বিজ্ঞাপন

ওল্ড ল্যাবরেটরিয়ানস অ্যাসোসিয়েশনের (ওলসা) মহাসচিব রাশেদুল করিম রুবেল সারাবাংলাকে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই স্কুলের অনেক শিক্ষার্থী অংশ নিয়েছেন। তারা তখন কেউ স্কুলে পড়েন, কেউ কলেজে পড়েন। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে আমরা তাদের খুঁজে বের করে সম্মাননা জানাতে চাই।

তিনি বলেন, আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের নাম-ঠিকানা বিস্তারিত জেনে একটি স্মরণিকা বের করব। সেখানে তাদের জীবনবৃত্তান্ত থাকবে। এছাড়া আমরা তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।  আয়োজনের তারিখ এখন পর্যন্ত ২৮ জানুয়ারি ঠিক করা আছে। তবে নতুন করে সরকার বিধিনিষেধ জারি করায় সেই তারিখ পরিবর্তন হলেও হতে পারে।

আয়োজন সম্পর্কে রাশেদুল করিম রুবেল বলেন, এখন পর্যন্ত আমরা দু’টি বিষয়কে লক্ষ্য হিসেবে নিয়েছি। প্রথমত, যে বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্কুল থেকে পাস করেছিলেন, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ নেই তাদের খুঁজে বের করা। দ্বিতীয়ত, তাদের সম্পর্কে যারা যা কিছু জানেন সেই তথ্যগুলো সংগ্রহ করা। আমরা দেশের মানুষকে আরেকটি বার্তা দিতে চাই, একটি স্কুল তাদের শিক্ষার্থী তথা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে যাচ্ছে।

ল্যাবরেটরি স্কুল থেকে পাস করা মুক্তিযোদ্ধাদের ঠিকানা সংগ্রহের বিষয়ে গবর্নমেন্ট ল্যাবরেটরির এই সাবেক শিক্ষার্থী বলেন, আমাদের নিজস্ব একটি ডাটাবেজ আছে। আমাদের একটা ফেসবুক পেজও আছে। সেই পেজের অনুসারী প্রায় ৮ হাজার, যেখানে প্রায় সাড়ে ৭ হাজারই আমাদের অ্যালামনাই। সেখানে আমরা বিষয়টিকে প্রমোট করছি। আমাদের কাছে প্রায় তিন হাজার সাবেক শিক্ষার্থীর মোবাইল নাম্বার আছে। সেখানে আমরা মেসেজ করেছি। এখন পর্যন্ত ২৭-২৮ জন বীর মুক্তিযোদ্ধার সন্ধান পেয়েছি। আশা করছি কেউই বাদ যাবেন না।

আয়োজনের প্রচারণার সম্বন্ধে তিনি বলেন, খুব শিগগিরই আমরা অনলাইনে প্রচারণা শুরু করব। সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল ব্যানার, লিফলেট ব্যবহার করা হবে। এ ছাড়া যে কারও সংশ্লিষ্ট কোনো ধরনের তথ্য জানা থাকলে ১৬ জানুয়ারির মধ্যে 01819254360 নম্বরে জানাতে অনুরোধ করেন রাশেদুল করিম রুবেল।

সারাবাংলা/এসএসএ/টিআর

ওলসা ওল্ড ল্যাবটেরিয়ানস অ্যাসোসিয়েশন গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর