Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছরে স্মারক ডাকটিকিট অবমুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ২১:৫৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি প্রথম দিনের কভার ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এই ডাকটিকিট এবং ১০ টাকার প্রথম দিনের কভার ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন। এ সময় একটি বিশেষ ক্যান্সেলার ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা জিপিও’র ফিল্যাটেলিক ব্যুরো থেকে এই ডাকটিকিট, প্রথম দিনের কভার ও ঢাকা কার্ড বিক্রয় করা হবে। এগুলো পরবর্তী সময়ে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলোতে পাওয়া যাবে।

প্রথম দিনের কভারের জন্য চারটি জিপিও-তে বিশেষ ক্যান্সেলার ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্মারক ডাকটিকিট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর