Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ দিন সাগরে ভাসার পর উদ্ধার পেলেন ২০ জেলে

লোকাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ২১:৪২

মোংলা: বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন ভেসে থাকার পর ২০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উদ্ধার করা ফিশিং ট্রলার ও ২০ জেলেকে তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ ফিশিং ট্রলার ‘এফ বি আল্লার দান’ এর ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে আটকে পড়েন ২০ জেলে। গত ১১ ডিসেম্বর থেকে সাগরে হারিয়ে যান তারা। এ অবস্থায় টানা ১৫ দিন সাগরে ভাসতে থাকেন। একপর্যায়ে খাবারসহ প্রয়োজনীয় রসদ ফুরিয়ে গেলে বাঁচার আশা ছেড়ে দেন।

বিজ্ঞাপন

পরে ট্রলার ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে গেলে দেশটির কোস্টগার্ডের টহল জাহাজ ‘সরোজিনী নাইডু’ গত ২৬ ডিসেম্বর ট্রলারসহ ২০ জেলেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন রোববার দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসে।

উদ্ধার পাওয়া জেলেরা হলেন- নুরুল ইসলাম, মো. তাছিন, নুরুল ইসলাম, মো. হানিফ, মো. সোহেল, মো. বেল্লাল, আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মো. মিরাজ, মো. সালাউদ্দিন, মো. সবুজ, মো. হারুন, মো. জামাল, মো. বাশার, মোস্তাফিজ, মো. সোলাইমান, আবু জাহের, মো. রিপন ও দেলোয়ার। তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরের জোনাল কমান্ডার জানান, রোববার বাংলাদেশের সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ ‘সরোজিনী নাইডু’ থেকে ২০ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ ‘স্বাধীন বাংলা’য় নেওয়া হয়। পরে সোমবার (১০ জানুয়ারি) দুপুরে ট্রলারসহ মহাজন আবুল কাশেমের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

২০ জেলে কোস্টগার্ড টপ নিউজ বঙ্গোপসাগর ভাসমান সাগর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর