আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে ৯ শিশু নিহত
১০ জানুয়ারি ২০২২ ২১:২১ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১০:৩১
আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে অন্তত ৯টি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দেশটির পর্ব দিকে পাকিস্তান সীমান্তের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আফগান প্রশাসন। খবর আলজাজিরা।
নাঙ্গারহার প্রদেশের গভর্নরের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার (১০ জানুয়ারি) লালোপার জেলার বাইগানান গ্রামে ভ্যানে করে খাদ্য সামগ্রী বিক্রি করার সময় একটি পুরানো, অবিস্ফোরিত মর্টার শেলের বিস্ফোরণ ঘটে।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে বিস্ফোরণে আহত শিশুদের চিকিৎসার জন্য প্রাদেশিক রাজধানী জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আর কিছু জানা যায়নি।
আফগানিস্তানে গত কয়েক দশকের যুদ্ধ এবং সংঘাতের মধ্যে থাকা দেশটিতে সবচেয়ে বেশি অবিস্ফোরিত ল্যান্ড মাইন এবং অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। আর যখন এসব অস্ত্রের বিস্ফোরণ ঘটে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরাই এর শিকার হয়।
সারাবাংলা/এনএস