Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘলা পরিবহনের চালকের দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ২০:৩৮

ঢাকা: রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের চাপায় দুই পথচারী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় চালক মো. রাকিব শরীফ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মামলা তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাজীব চন্দ্র সরকার আসামিকে আদালতে হাজির করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন।

গত শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলিস্তানে হানিফ ফ্লাইওভারে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এসময় শেখ ফরিদ (২৮) এবং মো. বাদশা মিয়াকে (৩২) চাপা দেয়। ঘটনাস্থল থেকে এই দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় আরও তিনজন আহত হন। দুর্ঘটনার পর ঘাতক চালক বাসটি রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় শেখ ফরিদের ভাই মো. শাকিল ওইদিনই সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় ওয়ারী থানায় একটি মামলা করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

মেঘলা পরিবহন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর