রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রদীপ পাণ্ডে
১০ জানুয়ারি ২০২২ ২০:০৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ২০:১২
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। সোমবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালামের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডেকে পরবর্তী জনসংযোগ প্রশাসক নিয়োগ করা হলো। আগামী ১১ জানুয়ারি থেকে এ আদেশ কার্যকর হবে।
জানা যায়, প্রফেসর পাণ্ডে ২০০০ সালে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৩ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৮ সালে প্রফেসর পদে পদোন্নতি লাভ করেন। এর মধ্যে তিনি ২০০৬ সালে নরওয়ে সরকারের বৃত্তির আওতায় অসলো বিশ্ববিদ্যালয়ে সামার কোর্সে অংশগ্রহণ করেন এবং ২০১০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম স্টাডিজে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রফেসর পাণ্ডে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০২১ সাল থেকে অদ্যবধি রাবি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটসহ ইউনিসেফ, ইউএনডিপি, এশিয়া ফাউন্ডেশন, আর্টিকেল নাইনটিনের রিসোর্স পারসন ও যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশি-বিদেশি কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং জার্নালে তার অর্ধ-শতাধিক প্রকাশনা রয়েছে।
উল্লেখ্য, জনসংযোগ প্রশাসক পদে দায়িত্ব পালন করছিলেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমান। কিন্তু লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল স্টাডিজের সুযোগ পাওয়ায় ছুটি পেতে আবেদন করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জানুয়ারি অপরাহ্ন থেকে জনসংযোগ দফতরের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
সারাবাংলা/পিটিএম