Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্যমেলা চলবে কি না— সিদ্ধান্ত মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১৯:৫৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ২২:১২

ঢাকা: ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। এ পরিস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা চলবে কি না— আগামীকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি আমি এখনো দেখিনি। ফলে মেলা চলবে না বন্ধ করা হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। আগামীকাল (মঙ্গলবার) এ বিষয়ে আমরা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেব।

বিজ্ঞাপন

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধের কথা ক’দিন ধরেই জানিয়ে আসছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মাস্ক না পরলে জরিমানাসহ ১১ দফা বিধিনিষেধ দেওয়া হয়েছে। তাতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সভা-সমাবেশও বন্ধ রাখতে বলা হয়েছে। এ কারণেই বাণিজ্যমেলা চলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- বৃহস্পতিবার থেকে কার্যকর ১১ দফা বিধিনিষেধ

বাণিজ্য সচিবের মতো বাণিজ্যমেলার পরিচালক ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরীও বলছেন, বিষয়টি নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি এখনো। তিনি বলেন, বাণিজ্যমেলার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। মাত্র প্রজ্ঞাপন দিয়েছে। কাল হয়তো মন্ত্রণালয়ে বৈঠক হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রার্দুভাব এবং দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত, দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ জানুয়ারি থেকে এসব কঠোর বিধিনিষেধ জারি করা হলো। পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিধিনিষেধ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- মাস্ক না পরলে জরিমানাসহ ১১ দফা বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি

এদিকে, বরাবরের মতোই এ বছরও ১ জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২২। তবে এতদিন এই মেলা ঢাকার আগারগাঁওয়ে হলেও এ বছরই প্রথমবারের মতো রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

সারাবাংলা/ইএইচটি/এসএসএ

বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর