পেশায় চালক-সুপারভাইজার, বাসে করে ফেনসিডিল আনতেন ঢাকায়
১০ জানুয়ারি ২০২২ ১৯:৪৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৯:৫৩
ঢাকা: বছরখানেক ধরে পাবনার ঈশ্বরদী থেকে বাসে ফেনসিডিল এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন সরকার পরিবহনের এক চালক ও সুপারভাইজার। এবার আর রক্ষা হয়নি তাদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের জালে আটকা পড়েছেন তারা।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। অধিদফতরের হাতে গ্রেফতার চার জন হলেন— ডিলার হাবিব ইব্রাহিম মানিক (৫০) ও মো. উজ্জল মিয়া (৩৫) এবং সুপারভাইজার মো. মৃদুল খান (২৫) ও চালক মো. হেলাল উদ্দিন (৪২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা ফজলুর রহমান বলেন, সরকার পরিবহনের বাসের চালক হেলাল উদ্দিন ও সুপারভাইজার মৃদুল খান ঈশ্বরদী থেকে নিয়মিত ফেনসিডিল এনে ঢাকায় সরবরাহ করতেন। এরকম তথ্য পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দারা মাঠে নামেন।
তিনি বলেন, গতকাল রোববারও (৯ জানুয়ারি) তারা ৪০০ বোতল ফেনসিডিল নিয়ে আসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রমনা ও তেজগাঁও জোনের সমন্বয়ে গঠিত একটি দল রোববার বিকেলে খিলগাঁও ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের চার জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তারা গত এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলেন। পাবনার ঈশ্বরদীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দিতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ওই কর্মকর্তা আরও জানান, চক্রের অন্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে যেকোনো সময় অভিযান চালানো হবে।
সারাবাংলা/ইউজে/টিআর
চালক-সুপারভাইজার ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকার ট্রাভেলস