Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১৭:৩৪

চাঁদপুর: কচুয়া উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় সজীব ও আতিকুর রহমান নামে ট্রাক্টরের দুই হেলপার নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কচুয়া-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন ও সাচার গোপিরদিঘীর পাড় গ্রামের আনোযার হোসেনের ছেলে আতিক।

ট্রাক্টর চালক মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশে ট্রাক্টরটি নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে শিমুলতলী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে লক্ষীপুরগামী একটি বিআরসিটি বাস ওভারটেক করতে গিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে সজীব ও আতিক নিহত হয় এবং চালক মেহেদী হাসান ও ট্রাক্টরের মালিক ফুল মিয়া গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন ছুটে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছে। তবে বাস বা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আমাদের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএসএ

কচুয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর