Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন: ড. কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১৭:৩৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৮:৫৬

ঢাকা: গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন।

সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে হোসেন-মন্টু নেতৃত্বাধীন গণফোরাম আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার বলুনতো’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমি সব সময় ঐক্যের কথা বলেছি। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবার বলছি । দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য করুন। দেশ ও জাতি আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’

তিনি বলেন, ‘সংবিধানে স্পষ্ট লেখা আছে, দেশের মালিক জনগণ। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে হবে।’

ড. কামাল বলেন, ‘আজ ১০ জানুয়ারি। আমার জীবনের স্মরণীয় দিন একটি দিন। এই দিনে বঙ্গবন্ধুর সঙ্গে আমি বাংলাদেশে ফিরেছি। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তা আজ অনেক দূরে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা রক্ষা করতে আবার আমরা ঐক্যবদ্ধ হই।’

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আসাদুজ্জামান বীর প্রতীক মহিউদ্দিন আব্দুল কাদের, অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট জগলুল আফ্রিদি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

গণফোরাম ড. কামাল হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর