Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপের নামে রাষ্ট্রপতি ‘হকারগিরি’ করছেন: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১৭:২৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৭:২৫

ফাইল ছবি

ঢাকা: সংলাপের নামে রাষ্ট্রপতি হকারগিরি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশের অপজিশন কণ্ঠস্বর নির্মূল করার জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। যে মামলায় কোনো সত্যতা নেই, কোনো প্রমাণ নেই, কোনো অপরাধ প্রমাণ করতে পারে নি, শেখ হাসিনা শুধু গায়ের জোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এর প্রত্যেকটাই হচ্ছে অমানবিক নীলনকশা।’

তিনি বলেন, ‘আজকে জনগণের চোখকে ধূলা দেওয়ার জন্য, জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তিনি (প্রধানমন্ত্রী) কত তামাশা করছেন। রাষ্ট্রপতিকে দিয়ে তিনি আবার সংলাপ ডাকাচ্ছেন। আরে কীসের সংলাপ? আমরা আগে দেখতাম ট্রেনে-বাসে বড়ি বেঁচেত হকাররা চমকপ্রদ কথা বলত, মানুষ আকর্ষণবোধ করত, তার পর সেই বড়ি কিনে নিত। এই রাষ্ট্রপতি হচ্ছে সেই ধরনের হকার। সংলাপের নামে রাষ্ট্রপতি হকারগিরি করছেন।’

রিজভী বলেন, ‘আলটিমেটলি যে কমিশন গঠন হবে সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটবে। তার আগে তামাশা করে যাচ্ছে, হকারগিরি করে চমকপ্রদ কাহিনী বানানোর চেষ্টা করছে। আসল উদ্দেশ্য তো ক্ষমতাকে দীর্ঘায়িত করা, চিরদিন টিকে থাকার ব্যবস্থা করা।’

‘কিন্তু সেটা করে আর লাভ হবে না। বাংলাদেশের মানুষ তো জানে, এখন পৃথিবীর মানুষের কাছে এই সরকারের বোরকা খুলতে শুরু করেছে। আমি বলব, সম্পূর্ণ বোরকা খোলার আগে পদত্যাগ করুন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিন, রুহুল আমিন গাজীকে মুক্তি দিন। তা নাহলে যখন সব কিছু উন্মোচন হয়ে যাবে তখন পালিয়েও নিজের মুখ ঢাকতে পারবেন না’— বলেন রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন খান, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, বিএনপি নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসএসএ

টপ নিউজ রাষ্ট্রপতি রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর