১ ফেব্রুয়ারিতেই বইমেলা হবে: বাংলা একাডেমি
সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১৭:১৫
১০ জানুয়ারি ২০২২ ১৭:১৫
ঢাকা: অমর একুশে বইমেলা-২০২২ এবার ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঠিক সময়ে বইমেলা হবে কি না এরকম গুঞ্জন ওঠার পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ সোমবার (১০ জানুয়ারি) এ কথা বলেন।
তিনি বলেন, ‘আশা করছি ফেব্রুয়ারির প্রথম দিন প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন। আর করোনার সংক্রমণ বেশি হলে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে প্রতিপালন করা হবে। এ ছাড়া সংক্রমণ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সরকার বইমেলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।’
ড. জালাল আহমেদ বলেন, ‘আমরা সবকিছু প্রস্তুত করে রাখছি। অন্যান্যবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানেই হবে।’
সারাবাংলা/একে