Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু ধর্ষণের চেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২২ ১৭:১২

রাজশাহী: সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কবির হোসেন নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) সকালে কবিরের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন শিশুটির বাবা। ৬৫ বছরের ওই বৃদ্ধ আগে রডমিস্ত্রির কাজ করতেন।

অভিযুক্ত কবিরের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রোববার বিকালে কবির তার প্রতিবেশী ওই শিশুকে বরই পাড়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর টাকা দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি কান্নাকাটি শুরু করলে কবির তাকে ছেড়ে দেন। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়।

এরপর ঘটনা জানাজানি হলে এলাকাবাসী কবিরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাকে থানায় আনে। এ নিয়ে পরদিন সকালে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসএ

বৃদ্ধ গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর