Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের বর্ষপূর্তি উদযাপন

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ২৩:৪৯

ঢাকা: ছবি প্রদর্শনী ও কেকে কেটে ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে সরকারি তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব। রোববার (৯ জানুয়ারি) দুপুরে কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, ‘তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে সকলকে অভিনন্দন। পাশাপাশি এত সুন্দর আয়োজনের জন্য ও ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে সকলের জন্য শুভ কামনা।’

বিজ্ঞাপন

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়ন ওয়াদুদ বলেন, ‘তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে আমরা আলোকচিত্রের আয়োজন করেছি। আলোকচিত্রে বাংলার রূপ বৈচিত্র্য, লাইফ স্টাইল, প্রাকৃতিক, বন্য জীবন ইত্যাদি আমরা তুলে ধরার চেষ্টা করেছি।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের মডারেটর বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহার, বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সভাপতি অপূর্ব রহমান, বাংলাদেশ প্রতিদিনের সাবেক ফটো সাংবাদিক রাফিয়া আহমেদ, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ কলেজের অন্যান্য সংগঠনের সদস্যরা।

সারাবাংলা/এনএসএম/পিটিএম

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর