Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাল্লায় হিন্দুপাড়ায় হামলায় আরও ৪৯ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ২৩:১৫

ছবি: প্রতিকী

সুনামগঞ্জ: শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বিদের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত ৪৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৯ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম এই আদেশ দেন।

শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের কথিত ফেসবুক স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় হেফাজত ইসলামের সমর্থকরা ১৭ মার্চ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে। গ্রামের ৫টি মন্দিরও ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনটি মামলা হয়। মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত তিন মামলায় গ্রেফতার ও আদালতে স্বেচ্ছায় হাজির হওয়াসহ ১১৩ জন আইনের আওতায় এসেছেন। তবে হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলার আসামি ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ অধিকাংশ আসামি আদালত থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন।

সম্প্রতি এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন এজাহারনামীয় আসামি ছাড়া আরও ৪৯ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন। রোববার এই আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

জামিন শুনানি শেষে আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম ৪৯ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোর্ট পরিদর্শক সাইফুল আলম জানান, ৪৯ আসামিকেই আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

কারাগার শাল্লা হিন্দুপাড়া

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর