Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ১৯:৫০

মানিকগঞ্জ: সদর উপজেলায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার সাইফুল ইসলাম সদর উপজেলার হাজীনগর গ্রামের খোকা মিয়ার ছেলে।

রোববার দুপুরে র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আরেক অভিযুক্ত মো. ইমরান হোসেন এখনও পলাতক আছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার এবং র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর বিকেল ৫টার দিকে কাটিগ্রাম বাজার থেকে ওই স্কুলছাত্রী বাড়িতে যাবার সময় ইমরান হোসেনের সহায়তায় ওই যুবক কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ওই দুই যুবক কিশোরীকে বাসুদেবপুর গ্রামের একটি সরিষা খেতে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হলেও আসামিরা কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার আরিফ হোসেন বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে টুরিয়া উপজেলার ধানকোড়া গ্রাম থেকে ধর্ষণ মামলার ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে আসামিকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

অপহরণ-ধর্ষণ ধর্ষণের অভিযোগ যুবক গ্রেফতার স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর