Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, চলছে নিয়ন্ত্রণের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ১৯:২৪

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে অন্তত ৭০টির বেশি ঘর পুড়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। রোববার (৯ জানুয়ারি) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুনের কারণ ও উৎস সম্পর্কে এখন পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি সংস্থার লোকজন। এতে যোগ দিয়েছেন সেখানে বসবাসরত রোহিঙ্গা এবং স্থানীয়রাও।

বিজ্ঞাপন

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বিকেল ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয় এবং তা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও এপিবিএনসহ সরকারি বিভিন্ন সংস্থার লোকজন। ক্ষয়ক্ষতির পরিমান এখনও বলা যাচ্ছে না।

সারাবাংলা/এমও

টপ নিউজ নিয়ন্ত্রণের চেষ্টা পালংখালী রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর