Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে বন্ধুকে খুন, আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২২ ১৮:৫৯

ঢাকা: ঢাকার তুরাগ এলাকায় বৃন্দাবন বস্তির নিজ ঘরে বন্ধু রাসেলের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বন্ধুকে খুন করেন হৃদয়। এ ঘটনায় দায়ের করা মামলায় হৃদয়ের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফ হোসেন আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পর বিচারক এ আদেশ দেন।

গত ৭ জানুয়ারি বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮।

জানা যায়, গত ৪ জানুয়ারি ঢাকার তুরাগ এলাকার বৃন্দাবন বস্তির নিজ ঘরে বন্ধু রাসেলের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় হৃদয়। পরে ঘটনাস্থলেই ছুরি দিয়ে রাসেলকে কুপিয়ে হত্যা করে সে। এসময় তার স্ত্রী আখিনুরকেও কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় গত ৫ জানুয়ারি রাসেলের বাবা সোহরাব হাওলাদার তুরাগ থানায় মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমও

আসামি পরকীয়া বন্ধুকে খুন